যা ইচ্ছে তাই করে বেড়াই ভেবে
লোকে বখাটে বলে ডাকে,
কেউ বলে আমি নাকি চলে গেছি গোল্লায়
হৃদয় আমার তাই শুনে করে হায়!হায়!
আফসোস!আমার খুব আফসোস!
যদি সত্যিই যা ইচ্ছে তাই করা যেত;
যদি সত্যিই বখাটে হওয়া যেত;
যদি সেই গোল্লায় গিয়ে ঘুরে আসতে পারতাম-
কী মধুরই না হত জীবন।
বাস্তবে শুধুই হা-পিত্যেশ
শিকল পড়েই এইবেলা শেষ।
পরাধীন এক জীবনে শুধুই তিরস্কার
আমাকে নিয়ে আমার,সবাকার হাহাকার।
দেহলাভ কি তবে পরাধীনতা?
দেহত্যাগ যেখানে স্বাধীনতা।