খাঁচার পাখির গান, ভরা অভিমান
কেউ শোনে, কেউ না শুনতেই জানে
আমার ওষ্ঠাগত প্রাণ, আমি শোকে মুহ্যমান
হাসে রসিকজনে, সুখ ছাড়া কী আছে জীবনে?


কলকব্জা নড়ে বয়সের ভারে
সময় পেলে আগুন দিব জ্বেলে।
শক্তপোক্ত ঘরে পাগল বিরাজ করে
আগুন জ্বালে সময়-অসময় ভুলে।


ডুব দিয়ে খাই তরল, খেয়ে বুঝি গরল
অমৃতের স্বাদ মিটবে কবে, গুরু তোমার সাধের ভবে
হেসে বলে সরল খেয়ে কীসব তরল,
একদিন পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা পড়ে রবে।


বেলা বয়ে যায় করি হায় হায়
বয়স তো বাড়ে, কী করি আহারে!
শুনে পৃথ্বী কয়, করিস না ভয়
ভুলিস না আমারে, বুড়া তুই একা হবি নারে।