ক্রমে যবে হারিয়েছি কাঁচা
মাটির ঘর হয়ে গেছে পাকা
দীর্ঘশ্বাস! কীসের এত ব্যথা?
কীসের এত আস্ফালন?
অস্পৃশ্যরে ছুঁয়ে গেছিলো কাব্যরূপ
- দেখেছিলাম জ্ঞানরত্নের ঝিলিক
ছুঁয়েছিলাম সেই পরশ পাথর,
তাই আমি জানি-
ঠিক আমার মতই
মধ্যগগনে মদ্যপ সূর্যের দগ্ধ হৃদয়,
ঠিক আমার মতই
তীরহারা সমুদ্রে ঢেউয়ের আহাজারি,
ঠিক আমার মতই
রূপালী চাঁদের কলঙ্কের আফসোস,
ঠিক আমার মতই
অদ্ভুত এই পৃথিবী।