জ্বলন্ত চিতা থেকে বেজে উঠে গান শিল্পীর
কবর থেকে ভেসে আসে বিদ্রোহ  বিপ্লবীর
মমি'র রাজ্যে রাজত্ব করে ভূপালের কঙ্কাল
কীর্তিমানের জয়গান গায় ইহকাল পরকাল।


তিলে তিলে ক্ষয়ে যায় স্বার্থের বাড়ি
বঙ্গোপসাগরে ভেসে উঠে সোনার তরী
অক্ষয় পরহিতৈষীর নির্বাক চলচ্চিত্র
কভু নাহি জড়ীভূত গুনীর দুটি নেত্র।


রণস্থলে পরাক্রমে হত যোদ্ধার শির
ত্রিভুবনে চিরকাল উন্নত সে,মহাবীর!
আত্মত্যাগে সুখ খুঁজে পায় তপস্বীর হাড়
স্বেচ্ছায় মরণে অমরত্ব লাভ সর্বোত্তম উপহার।


জীবন মরণের সন্ধি করে না যে সাধকে
নয় তারা হেন দুর্বল যে ভীত নতমস্তকে
প্লাবনে ধরিত্রী ভাসে নাহি পায় লোপ,অথচ চতুর্দিক জল
মরণে কেবল মন ভেসে যায় নাহি ভাসে কর্মফল।