পুত্র আমার,
গ্রামের সর্দার বাড়ির ঐ মস্তবড় ইমারত
দেখে;আমার আফসোস লাগেনি বিন্দুমাত্র।
তুমি ভূমিষ্ঠ হবার পরেই
পেয়ে গেছি আমার ইমারত
আমার বিশ্বসেরা রাজপ্রাসাদ।
তাই কাঠের ঘরে থাকি বলে
কতশত অবজ্ঞা এতটুকু কাঁদায়নি
আমার যে আছে পরশ পাথর।
যে পরশ পাথরে নির্মিত অট্টালিকা একদিন
মাথা উঁচু করে দাঁড়িয়ে সমস্ত কটুক্তি,
সমস্ত অবহেলার জবাব দিয়ে মুচকি হাসি হেসে
আমাকে আকাশ থেকে টেনে নামিয়ে বলবে
তুমিই আমার নির্মাতা
তুমিই আমার পিতা।


আলাদিনের প্রদীপের গল্প শুনে
ছোট্ট তুমি কিছু না বুঝেই বলেছিলে
যেদিন বড় হব
বাবা,তোমায় এনে দেব আশ্চর্য প্রদীপ।
তুমি জানতে না প্রিয় পুত্র
আমি জানি যে কথা
চাই না আমার নকল প্রদীপ
জীয়নকাঠি আছে যথা।
চিরনিদ্রায় শায়িত আমি
জেগে উঠব তোমার মাঝে
আমি থাকব তোমার মুকুটে
আমি জ্বলব তোমার ললাটে।
আমার ছায়া ঢেকে রাখবে তোমায়
তুমিই দেবে পুনর্জন্ম আমায়।
আলাদিনের প্রদীপের দৈত্য কি তা পারে?
পুত্র আমার,
তুমিই যে আমার জীবনের প্রদীপ।