পৃথিবীর জন্মলগ্ন থেকে
বংশ পরম্পরায় তোদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি
বিনিময়ে আমাদের জ্বালিয়ে খেয়েছিস,
পুড়িয়ে দিয়েছিস মনুষ্যত্বের চিতায়।
কাঠুরিয়ার নির্দয় কুঠারের প্রতিটি আঘাতে আঘাতে
আমি চোখের জল ছেড়েছি
তবুও তোদের অভিশাপ দেইনি।
তোরা নিজের জন্য বাঁচিস
আর আমরা তোদের বাঁচিয়ে রাখতে বাঁচি
যদিও বেঈমান তোরা সব সম্পর্ক অস্বীকার করে
আমাদের দেহ ক্ষত- বিক্ষত করে লিখেছিস তোদের বিশ্বজয়ের উপাখ্যান।
আজ আবার কুড়াল মারবি আমার সন্তানদের পায়ে
ভাবছিস কষ্ট পাবো! আমার সন্তানেরা কষ্ট পাবে!
হ্যা! তোদের কুঠারের আঘাতে তীব্র বেদনায় ছটফট করবে ওরা,
ওদের রক্তে রঞ্জিত হবে রাজপথ
আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবো,
কাঁদবো এই ভেবে যে কুঠার তোরা তোদের পায়েই মারছিস।