বসন্ত এলো আর চলে গেল বলে
তোমার কবির ছন্দ দেখেছ কেমন তোমার আদলে,
তুমি যে কথা দিয়েছিলে, হবেনাক পর
আসবে নতুন বৈশাখ, আসবে ঝড়
সে যে কালবৈশাখী, আবার সেই যে মরণের বৈশাখ।
কাঁদিব আমি আকাশের সাথেঅঝোরে, মৃত্তিকারে করে সঙ্গী
তুমি আসিবেনা আর ফিরে জানি,তুমি যে ঢঙ্গী।
শরতেও আমি ডুকরে কাদি, সাক্ষী তার শশী
ও কেন বলেনি তোমায় কত ভালবাসি।
হেমন্ত আপন এক কবিতা,দেখাই কবিত্ব
স্বপ্নের ঘোরে কতবার তোমার চরনচুমি
মাঘের সন্যাসী আমায় স্পর্শ করে,ছুয়ে দাওনা তুমি।
আবার যে আসে বসন্ত আবার যে আমি কবি,
তুমি বদলে গিয়েছ, হারিয়ে গিয়েছ ,কাঁদিয়েছ আমায়।
ফেলেছ আমায় কোন পাপে এই অকুল পাথারে, তোমার গন্তব্যে তাকিয়ে প্রশ্নবাণ ছুড়ে দেই,
অংক,ইংরেজির মত আর উত্তর দাওনা,চেয়ে থাকি নির্বাক হয়ে তোমার পানে।
বদলে যায় এই পৃথিবী
বদলাইনা শুধু আমি,তোমার কবি যে আমরণ কবি।