বিদগ্ধা শহরে মৃণ্ময়ী তুমি কারে স্মরিয়া আপ্লুত
তোমার অলক্ষ্যে সেজন অন্তিম নিদ্রারত,
সময়ে হেলায় তারে হারালে যে কতবার
আকাশপানে চাও, অবহেলা তব ফিরে আসবে না আর।


সে যে বেঁধে রাখার নয়
ইহকালে ভাগ্যগুণে মৃণালীনি'র হয়,
মহামানব তিনি সোনার তরী কয়
সর্বগুণের গুণী তিনি আপন প্রতিভায়।


কবিদের গুরু তিনি,বিশ্বের কবি
কবিতার মাঝে দেখো তারই ছবি,
কবিতা তার যদি পড় সাথে নিও অভিধান
তার মরণে কবিতা কাঁদে যেন সাহিত্য হারাল প্রাণ।


'মেঘনাদ বধ' যা মহাকাব্য হয়
গুরুর কাছে তা সুসম্পন্ন নয়,
মস্তকে ধরে তারে মধুসূদন কয়
গুরুর দীক্ষাদান বুঝি এমনি হয়।


সাহিত্যে স্বর্ণদান করে গেলেন ভুড়ি ভুড়ি
এই অধমে ভিখ মাগে তার মাঝের এক কড়ি,
তার হাতে এক নিমিষে দিবা হয় বিভাবরী
মহামানব, তোমায় শ্রদ্ধাভরে স্মরণ করি।