ঢেউয়ের সাগর না সাগরের ঢেউ
আমার তুমি,তোমার আমি নাকি কারো নয় কেউ
প্রশ্নবানে পরাজিত আমি
মিথ্যে,মরীচিকা,কুহেলিকার সংমিশ্রন তুমি।


প্রেম প্রেম যারে আখ্যায়িত করো
ফুটবলে লাথি যেমন খুশি মারো
পুরুষেরে ভাব তুমি ইঁদুরের ছানা
ক্ষনপরে,সে পুরুষই তোমার গহনা।


নারীর মুখোশে বিধাতাও ভ্রষ্ট
আমি তুচ্ছ নর আমার কিবা কষ্ট।
চোখ ভরা তৃষা তার মুখ ভরা অমৃত
অন্তরে তক্ষকের বাস,হয় নারী নাম বিকৃত।


খেলার ছলে নাচালে ছন্দে
আমি পুড়ে ছাই,তুমি ভাসছ আনন্দে।
এই যদি হয় তব রংখেলা,
তবে বিদায় দাও হে প্রিয় এই বেলা।