আকাশ ছোঁয়ার স্বপ্ন মুছে, শূন্যে উড়ি শূন্যেরই মাঝার
আমার খেয়ার মাঝির বৈঠা চলে জলে সম্মুখে আঁধার
জন্মলাভে কাঁদছে ধরা অঝোরে বিনা কারনে হই অপয়া
বাপে কাঁদছে মায়ে কাঁদছে চিন্তার বিষয় দিবে বিয়া।


মেঘবালিকা বলে তুমি মোরে ভরা যৌবনে ডেকেছিলে মৌবনে
বৃথাই ছলে সেদিন হারালাম বাঁশির সুরে ঘোর সম্মোহনে।
কালো মেয়ের হরিন চোখ দেখতে ভারি হই কৃষ্ণকলি
সেই মেয়ের সেই চোখ বিশ্রী বড়! রঙের বলি।


দুর্ভাগা জনক আমার বড় জন্ম দিয়েছে কালির কালো
বুড়ো এক ধরে এনে জামাই বলে, দেখতে বেশ ভালো
মেনে নিয়েছি নিয়তির দায় অপয়া যে জামাই খায়
সংগে নিয়েছি কালির কালো এমন জীবন মরণ চায়।