পদ্মকোষ বিভূতি আরতি প্রেমাসক্ত হিয়া
অঞ্চল মোর লুটায় সখা তোমার আঙিনায়
যৌবন যেন মাখামাখি নীলের বেদনা দিয়া
সর্পরানীর নৃত্য যেমন রাজার ভাবনায়।


আকাশপথে আসছে প্রেম ভাসছে দেখ শূন্যে
কল্পনায় তারে অনুভব আর কতকাল
হৃদয় আমার রঞ্জিত আর তারে খুঁজে হন্যে
এমন করে আসে যায় না দেখা সকাল।


নয়ন যদি দিছই নিধি,দাওনিক আলো কিবা আমার পাপ
স্বামীরে না দেখলে পরে ব্যর্থ সে সাধন
কপালপোড়া তাই বলে নাকি অভিশাপ
নাকি বদ্ধঘরে অন্ধচোখের অরণ্যে রোদন।