আকাশ প্রদীপ জ্বালো আমি সন্ধ্যাতারা হই
আঁধারে আমি জ্বলছি তবু প্রজ্জ্বলিত নই
নীলের দেশে ঘুরি আমি নীলের দেশে ঘর
সব পেয়েছির দেশে থেকেও আমি সবার পর।


প্রেমের ঘোরে বাঁকা চাঁদ প্রেম আরতি দিল
পূর্ন হয়ে ভরা শশী আমারে কান্দাল
প্রহর হতে প্রহর ধরে জ্বলছি দেখ জনম ভরে
আর সবশেষে,পরম আরাধ্য হল ধূমকেতু বল যারে।


পাখি ও খাঁচায় বিবাদ হলে বিদায় বলে ভাসিয়ে দিও
বছর বছর তিথির মিলে করুণা করে খবর নিও
হবে না জানি আর হবে না অপেক্ষার অবসান
আবোল তাবোল,আমার জীবন আরো কত গীত বিতান।


বেলাশেষে শেষদৃশ্যে সবাই এ ঘরে আসে
এক সন্ধ্যাতারায় দেখ কতজন ভাসে
রইবে না যে আর কত ছিল মোর ভূঁই
আকাশ প্রদীপ জ্বালো আমি সন্ধ্যাতারা হই।