দিনান্তে দিনের খবর কে নেবে কার
দহন জ্বালায় দগ্ধ সবাই পুড়ে ছারখার
হাসিমাখা মুখটি তোমার কষ্টের কারখানা
আমার জানালায় গভীর রাতে দুঃখরা দেয় হানা।


অট্টহাসি বিষের বাঁশী বাজায় ভিন্ন সুরে
শকুন্তলার গল্প চলে হাজার বছর ধরে
আর হেসোনা ব্যাথার জ্বালায় কান্নার অভিমান
এবার একটু কাঁদো, না যাবে সম্মান।


ভালো নেই,কেউ ভালো নেই তবু হাসি অম্লান
পথিকের ক্লেশ কলেবরে হয়,হৃদে দিগ্বিজয়ের গান।
অন্তর ক্ষত বিক্ষত,চোখজুড়ে চাপা কান্না,দুর্বিষহ জীবন
তবু কান্নার হাসি হেসে যায় মানুষ প্রতিদিন প্রতিক্ষণ।