অন্ধকূপে পড়েছ তুমি দেখনি মায়ার সরোবর
অকালে ঝরেছে শিউলি হলনা যে মালাগাঁথা
কৌতুহল জাগে কেমন তোমার ভষ্ম অন্তর
হৃদয়ে প্রেম নেই কার,পীড়া দেয় অসময়ের ব্যথা।


হিমেল হাওয়ার শীতল গানে শান্ত হয়ে যাই
মনে পড়ে টিপটপ মেয়ে মিট মিট করে হাসে
প্রথমকালের দিনগুলি আবার ফিরে পেতে চাই
বেহায়া মেয়ের চিৎকার বৃদ্ধ ভালোবাসে।


এ কেমন সুর এ কোন অবতার লীলা
বালিকার স্বপ্ন মহাসাগরে অগ্নিস্নান, লেলিহান আদর
বয়সটা যে আর থামছেনা,এ কোন বৃষ্টির শীলা
বালিকা সাঁতার জানো তো,এ যে অশান্ত মহাসাগর।