এই বুঝি হল শেষ
আমার সাধের জীবন
এই বুঝি ভেঙে গেল
আমার সোনার সংসার।


কে আছো?আমায় জীবন দাও
আমি বাঁচতে চাই হাসতে চাই
আমায় এক চিলতে হাসি দাও।


মদের আসর থেকে এক চিলতে হাসি ধার চাই।


ডাক্তার সাহেব, মৃত্যু কি আমার অবশ্যম্ভাবী?
হ্যা ধ্রুব সত্য আপনার মৃত্যু সুনিশ্চিত
আজ অথবা কাল
সবাই চলে যাবে,কেউ থাকবেনা।


আমার খোকার যে বোল ফোটে নি
ডাক্তার, এত কঠিন কথার আঘাত বড্ড বুকে লাগে।
মনটা কেমন যেন,তেলে ভাজা কইয়ের মত
ছটফট ছটফট করে।


খোকা, তোর বুঝি আর বাবা ডাকা হলনা রে
লিউকেমিয়া বাপ-বেটার সম্পর্ক বোঝেনা
লিউকেমিয়া বাবা ডাকের অর্থ জানেনা।


কারো কাছে একটা বছর হবে?
আমি একটা বছর ভিক্ষা চাই
ছ’মাস হলেও চলবে।


খুনী ভাই, তোমার যাবজ্জীবন থেকে একটা বছর ভিক্ষা চাই।


খোকার মায়ের বিশ্বাস এভারেষ্ট
ছোট্টবেলায় বর পেয়েছি গো
শাঁখা সিঁদুরে যাব
আগে যেতে পারবেনা,জটাধারী বলে কথা।


খোকার মা,লিউকেমিয়া বিশ্বাস ভাঙেনা
বর সব বর পায়না
জটাধারী মিথ্যা বলেনা।


করুণার ভাণ্ডার কে আছো?
খোকার বোল ফোটে নি আশ্রয় চাই
খোকার মা বর পেয়েছে


‘মহাপুরুষ’ আসর থেকে খোকার মায়ের জন্য একটা বর চাই।