বেদনায় নীল শঙ্খচিল প্রেম বোঝে না
নীলাম্বরী নয় ওয়েস্টার্ন উন্নাসিক মোহিনী কথা রাখে না
গাঁয়ের বুড়ো  ‘মেমসাহেব’  ডাকে কখনো ‘ম্যাডাম’
মাসখানেক থাকবেন?উঠতে পারছি না আমার যে ব্যারাম।


নায়িকা হলে শিং গজায় নাকি?
কখনো তো দেখিনি, কত কি দেখা বাকি
ভাগ্যিস লেজটা উঠেনি,দর্শনও হত না
এ যে পরম সৌভাগ্যের, পরম করুণা।


তোর মনে আছে রে উর্মিলা
এই বুড়োর কাঁধে চড়ে চড়ে আজ তুই প্রমীলা
এখন ধরলে ছোঁয়া লাগে তোর গায়
তখন বুকের সাথে লেগে থাকতিস সারারাত প্রায়।


চিৎকারে পরদেশ চলে গেলি,দাদু তোমায় ছেড়ে যাব না
জানিস এই বুড়োটা কতদিন ঘর থেকে বের হয় না।
তুই যে আমার প্রাণ রে উর্মি,তুই বিনে অচল
তুই যে আমার প্রিয়তমা এ বৃদ্ধ অশ্রুসজল।


আজ তেরোটি বছর পর তুই ফিরে এলি,
শুনলাম নায়িকা হয়েছিস,অনেক বড় হয়ে গেলি
এখন আর দাদুর ভাতের থালায় নেই তোর নজর
‘আয়ুষ্মান ভব’ উর্মি, বিদায় বেলায় তোরে আশীষ জানায় অন্তর।