আর কত অবগাহনে হবে পাপমোচন
কেন তুমি নির্বাক হে মায়ার সরোবর?
লভেছি জনম যবে গড়েছিলে বন্ধন
আমার খেলার মাঠ আর তোমার পুকুড়পাড়।


যাবত অষ্টমবর্ষে আমি ছিল হাহাকার
খুঁজে পাইনি তোমার কোল এক নিষেধে
ছিল অপরাধ না জানতাম সাঁতার
পেরিয়ে বাধা,মিশেছি তোমার সংগে অবাধে।


সে ছিল জীবন আমার সোনালী শৈশব
পবিত্র প্রেম গড্ডালিকায় ভাসায় যৌবন
শ্মশানে পুড়ে ভষ্ম যে হয় সাজানো শব
খাঁচা ভেঙে উড়ে গেল পাখি গহীন বন।


তোমারে ছাড়ি ভেসেছি পাপের সাগরে
দগ্ধ হয়ে তোমার বুকে আমার প্রত্যাবর্তন
আবার ফিরেছি তোমার কোলে উপলব্ধির পরে
লক্ষাধিক হলো অবগাহন,বলো কি মতে হবে পাপমোচন?