প্রতিদিন আমি '৭১ দেখি
প্রতিরাত আমি ধর্ষিতার কান্না মুছি
বেয়নেটের খোঁচায় ছিন্নভিন্ন হয়ে যাই
আজো '৭১ ফিরে আসে।


প্রতিক্ষন আমি যুদ্ধের ছবি আঁকি
প্রতিমুহূর্ত আমি রক্তে ভিজাই তুলি
আমার বাবার পবিত্র রক্ত
আজো যেখানে স্বাধীনতা লেখা আছে।


প্রতিনিয়ত আমি বোম দিয়ে বুক বাঁধি
প্রতিযুদ্ধে আমি শত্রুর বাংকার পুড়ি
পদ্মা মেঘনা যমুনায়
আজো নবজাতকের লাশ ভাসে।


প্রতিটি মৃত্যুতে আমি ভারী বুটের শব্দে কাঁপি
প্রতিটি আঘাতে আমি প্রতিরোধ গড়ে তুলি
মৃত্যুর সম্মুখে বুক পেতে দেই
আজো চাই কঠিন প্রতিশোধ নিতে।


প্রতিটি গানে আমি সন্তানহারা মায়ের বিলাপ শুনি
প্রতিটি বাতাসে আমি বন্ধুর শেষ নিঃশ্বাসের সাক্ষী
হায়েনার দল ছাড়েনি,কাউকে ছাড়েনি
আজো শতবর্ষী বৃদ্ধার নির্বাক চোখে অশ্রু ঝরছে।


প্রতিটি সন্ধ্যায় আমি ভাইয়ের কবর খুঁড়ি
প্রতিটি মধ্যরাতে আমি গনহত্যায় মরি
কবিতারা কখনো হাসে কখনো কাঁদে
আজো সবুজ বাংলার বুকে শহীদের রক্ত লেগে আছে।


প্রতিটি আত্মত্যাগে আমি ১৬ই ডিসেম্বর খুঁজি
প্রতিটি অর্জনে আমি বিজয়ের গান লিখি
স্বাধীন বাংলা,আমার সোনার বাংলা
আজো বিজয়ের সুখে কাঁদে।