সখেদে শাখামৃগ তাড়ায় ঘুষখোর
জনগণ পাছে বলে সরকারি চোর
এখন আর কাজ হয়না শুধু তেলে
টঙ্কাবিনা বড়বাবু তেলে-বেগুনে জ্বলে।


পাহাড় সমান দুঃখে চাপা পড়ে আছে সত্য
মিথ্যা রাজার জলসা ঘরে বাইজী নাচে নিত্য
পাতিশৃগাল ঘোরে মুরগীর পিছে
পিছে পড়লেই প্রেম হয় ঘটনাটা মিছে।


ব্লগার খুন হয় মুক্তমনার দায়
গাঁধা যদি খুনী হয় তবে কি উপায়
আপন মা-বাপ হত্যা করে কুলাঙ্গার সন্তান
মনুষ্যতে পশুবৃত্তি এইকি কলির বিধান?


গন্ধরাজের সুঘ্রাণ তীব্র লাগে নাকে
ফুলের কি দোষ শুদ্ধ কর দূষিত নাকটাকে
পাতালপুরীর রাক্ষসরা সব হত্যাযজ্ঞে মাতে
রূপকথা নয় রাজপুত্র অস্ত্র ধর হাতে।