মৃত্তিকা মায়ায় কাটে বছরের পর বছর
জীয়ন্ত কূপ দেখে মনে পড়ে বেহুলা-লক্ষীন্দর
চান্দের বাজার মেলে কি আজো পড়ন্ত বিকেলে
বটতলাতে রয় কি দাঁড়িয়ে সতী দ্বীপ জ্বেলে।


দুচোখের দৃষ্টিতে বালুচর শোভা পায়
কে বাঁচবে কে মরবে সে বিধাতার রায়
ঘোলা জলে প্রতিচ্ছবি ভালো আসেনা
স্বর্নযুগ অতীত হয়ে গেছে তাই নবযুগ হাসেনা।


'আজ' কাল থেকে কখন পরশু চলে যায়
অবচেতন হৃদে ধরা বড় দায়
শতাব্দী বয়ে নিয়ে যায় সময়
সাধের জীবন কি শুধুই জ্বালাময়?


পরিমাপে ভারী হল বেদনার পাল্লা
সুখের ঢিবি নিয়ে এল কত মাঝি-মাল্লা
শেষের হাসিতে করুণ সুর কখনো হয়না বিলীন
দুঃখের ভেলায় ভেসে আসা সুখ অর্থহীন।