স্বর্গ সেতো নরক তুমি বিহনে
          অন্তর মম পুড়ছে এক উত্তপ্ত অনলে
যার বিষে ঝরে যায় পাতা
          সেই আশীবিষে দংশিলে যেমন প্রাণে লাগে ব্যথা।


শুক্লপক্ষের পঞ্চদশ তিথি
           আমার  তিমিরাব-গুণ্ঠিত রজনী
বিরহাতুর মন তন্মনা তোমা মাঝে
           একা বসে থাকি জমিনের কারাগারে।


উন্মাদের প্রচেষ্টার ত্রুটি আছে নির্ঘাত
           প্রজাপতির ডানায় লেখা তোমার-আমার নাম
ভুল ঠিকানায় চলে গেল কিনা
           অজ্ঞাত জ্ঞানহীন এ পাপিষ্ঠ।


'মা' 'মা' করে অগ্নিযজ্ঞে
           ঘৃত ঢালে তোমার সাক্ষী
আমার আত্মাহুতি বারেবার
           তোমার চেয়ে বেশী যন্ত্রনা দেয় তোমার সন্তান।

এখনো আছে এই কলেবরে
           পুরোনো সেই প্রেমিক
যে সুরে প্রত্যাবর্তন তোমার বলে দাও সে সুরের গান
           নয়নের নীরে হোক না লেখা নতুন উপখ্যান।