রাজপথ রাজসাক্ষী সেই ইতিহাসের
বিবর্ণ শ্যামল ছায়ার রুপসী বাংলা
দগ্ধ সবুজ ঘাসের বুকে দাঁড়িয়ে,
সগর্বে আসমানে ছুটে যাওয়া দৃষ্টিরা বলে উঠে
সেতারা,তারামন আমার বোন হয়।


উত্তোলন হয় লাল-সবুজের পতাকা
নির্ভীক সৈনিক মাথা উঁচু করে গেয়ে যায়
মুক্তির গান থেমে থাকবে না
হায়েনার গুলিতে
শত্রুর শির উন্নত হতে দেব না
বাংলার মাটিতে।


যদিবা আসে মহাপ্রলয় থেকো মাগো নির্ভয়
মুক্তিযোদ্ধার রক্তের ধারা বহমান চিরকাল
পদ্মা মেঘনা যমুনার বুকে
ধমনীতে প্রবল জোয়ার,হৃৎপিন্ড উত্তাল
বিজয়ের বাণী ধ্বনিত আজি বাংলার দিকে দিকে।


বিধাতার নিয়মে যদিবা হারাই প্রাণ
কিসের দুঃখ তোমার মাতা কিসের অভিমান,
আবার ভাসব আমি পদ্মা মেঘনা যমুনায়
মরণ যেন মহাকাব্য হয় এই ত্রিমোহনায়।