আধখানা চাঁদ আর এই পদ্মার ঢেউ দেখে
কত মহাকবি অগণিত কবিতা গেছে লিখে
অধমের তাই কলম চলেনা অজ্ঞতার ভয়ে
সম্মুখ যুদ্ধে তাই পলাতক নির্ঘাত পরাজয়ে।


পাগড়ি মাথায় মাঝির গলায় ভাটিয়ালির সুর
দগ্ধ তনু শীতল করে এত সুমধুর।
ইলিশ মাছের রূপালী যাদু দেখা আছে যার
বুঝে নিও কি অর্থ আমার কবিতার।


বসন্তের আগমনে যুবতী নাচে উর্মির ছন্দে
বিহঙ্গ উড়োজাহাজের ছবি এঁকে যায় আনন্দে
সাদা মেঘ ঘোলা জলে তৃষ্ণা মেটায় মিলনের
হিংসায় ডুবে মরে রবি সুবিশাল গগনের।


জেলের জীবিকা মহীয়সী পদ্মা, তোমার তীরে বসে
দেখি ঐ চাঁদ গিলে খেতে চায় মনুষ্যরূপী রাক্ষসে
ঝলসে গেছে চাঁদের আলো উদাস উদাস মন
নদীর জলে দেখি আমি পূর্ন ত্রিভুবন।