রইলাম না পড়ে অনন্তকাল জলন্ত এই গ্রহচুল্লীতে
প্রখর অগ্নিশিখায় আমি যে কোটিবার দগ্ধ
আমার আর আবরণ নেই,সলিডিটি নেই।


সব অলংকার আমার গেছে যে ঝরে
রন্ধন শেষে ভোজনকারীর;
তৃপ্ত আত্মায় করেছে অবহেলে নামকরণ
বাবুর্চির আদেশ,ভাঙা কুলোয় নির্বাসন।


আগুনে পুড়ে পুড়ে যে খাঁটি হয়েছি
কালোর কালিতে সত্যায়িত পাপমোচন
মুছে গেছে সব মালিন্য যত
তোমরা আমায় "ছাই" বলে ডেকো।


উড়ালে যখন অট্টহাসিতে মুক্ত আকাশে
মুখ থুবরে পড়ি লাজে
পাবক-পবন মিলেছে আমার মাঝে।


উড়িয়ে দেখো,সত্য যে রতন লুকিয়েছি
আগুনে পুড়ে পুড়ে যে খাঁটি হয়েছি।