পতঙ্গ বিহঙ্গ দানব মানব বন্দী সকল প্রাণ
পূর্বের জানালায় উঁকি দিয়ে যায় সূর্যের আহ্বান
উদরপূর্তি না হয় সমাপ্তি এই গৃহের আইন
ক্ষুধার্ত প্রাণ ভিড় করে গড়ে লম্বা লম্বা লাইন।


জমিনে ভিত্তি, উপরে ঢালাই করা গগন
ভেঙে দিয়ে ছাদ মেঘেদের দল করে বারিবর্ষণ
পশ্চিমের জানালায় ধরা পড়ে ডুবন্ত প্রভাকর
চাঁদ তারা দেখে মিটিমিটি হাসে জোনাকির অন্তর।


রাত্রিবেলায় আপন কক্ষে সকল কয়েদি ঘুমায়
‘গৃহবন্দী আমরা সবাই’ হুতোম পেঁচা জানায়
ভোরের আলো ঘন্টা বাজায়,জাগো হে সকল প্রাণ
সবার ভাগ্যে হাকিম লিখেছে সশ্রম কারাদন্ডের বিধান।


সদর দরজার সন্ধান মেলেনা অনুসন্ধিৎসু চোখে
বেড়াহীন ঘরে আটকা পড়ে রাক্ষস মরে দুঃখে
বলে যে যোগী সাধনার তরে এলাম চলে হেথা,
পাপের বোঝায় নির্বাসিত!এটাই আসল কথা।


বিনয়ী কেঁদে অদৃশ্য রাজার পানে করে মুক্তির আবেদন  
পাহাড়সম পাপ নিয়ে সে নিছক অরণ্যে রোদন
সময় হলে পরিত্রান মেলে, মহামন্ত্রীর যুক্তি
সকল পাপীর বন্দীদশা কেবল মৃত্যুদন্ডে মুক্তি।