শখে খুঁজি আপণ
               কে বিকাবে যৌবন?
সস্তায় নিতে চাই
                বেশি টাকা কড়ি নাই।


বিনিময় প্রথা চালু
                মরুর বুকে চলছে লু
শুধু চাই উত্তাপ
                সাথে জমবে প্রলাপ।


বদ্ধঘরে নয় শুধু
                সরোবরে বর-বধূ
পশ্চিমা হাওয়া লাগুক
                 হরিণ-হরিণী জাগুক।


দেখব সুখের মহাপ্রলয়
                 গাইব প্রেমের জয়
হংসীর পালক খসে গেলে
                  জলতরঙ্গে আগুন জ্বলে।


নিঝুম রাতের আমন্ত্রণ
                  মাটির দেহে শিহরণ
নিরাভরণ হতে চায় হিয়া
                   পণ ভাঙে মরমিয়া।


শিশিরকণায় সুপ্রভাত
                    হাতের উপরে হাত
ফুলশয্যায় লাগেনা ফুল
                    যদি প্রবাহ করে ভুল।