মনে পরে সেই রক্ত মাখানো ফাগুন
বাংলার ছেলেরা যেন জলন্ত আগুন
মরণের ভয় দেখিয়ে কোন লাভ নেই
বাংলা মায়ের বিজয় নিশান উড়বেই।


গলা টিপে ধরে তোরা কি আর করবি বল
মৃতদেহে জীয়ন দেয় মায়ের চোখের জল
তোরা মুখের বুলি নিতে চেয়েছিলি কেড়ে
বাঘের সাথে লড়াই করে মিছেই গেলি হেরে।


বাংলা মায়ের বাংলাভাষার রাখতে সম্মান
বীরের জাতির আত্মত্যাগ ইতিহাসে অম্লান
এই মাটিতে শত্রুদলের নাই যে কোন ঠাঁই
অবিচল,উন্নতশির শহীদ মিনার আমার ভাই।


বিশ্বভুবন ভুলবেনা আর ফেব্রুয়ারির একুশ
সম্মুখ যুদ্ধে আমরা জয়ী বেজায় নিরঙ্কুশ
কাঁদতে তোমায় দেবেনা মাতা তোমার সন্তান
বিজয়সূর্য ছিনিয়ে এনেছে দিয়ে আপন প্রাণ।


রক্তে রাঙানো একুশ আমায় বাংলা দিয়েছে
অমর একুশ আমায় স্বাধীনতা দেখিয়েছে
স্বীয় রক্তধারায় একুশ পেয়েছি খুঁজে
‘আমার একুশ আছে’ প্রাণে উঠে বেজে।