ছেলেবেলার ছেলেখেলা বলে উড়িয়ে দেয়া;
ভালোবাসা কুড়িয়ে রাখা যতনে,
দিতে গিয়ে ফিরে এসেছে শূন্য দুটি হাত।


ভালোবাসা দেখতে চেয়েছিলে তুমি
জানতেও চাইলে পরিমান
যেখানে, নিরুত্তর আমার অপদার্থ ভালোবাসা।


অবহেলা বহুরূপে দেখেছি প্রেমের ঘোরে
কাকের পিত্ত খেয়ে বড্ড নির্লজ্জ এ প্রাণ
ভুল করেও মেটেনি নতুন পৃথিবী দেখার সাধ।


ইটের দেয়াল বেয়ে তোমার কাছে আসা-
না পাওয়া ভালোবাসা ভাঙতে পারেনি
তোমার-আমার কাঁচের দেয়াল।


ফাগুনের আগুনে শবদাহ শেষে
ধূমায়মান ভালোবাসা ধাবিত তোমার পানে
হয়ত এই ছুঁয়ে ফেলল তোমায়।


জানি আজ আর ফেরাতে পারবেনা
বসন্তের কোকিল বলে থুথু ছিটালেও
ফিরে যাবেনা এ মুন্ডহীন ভালোবাসা।


অসুরের মত করে এ তপস্যার
হয়ত হবে সিদ্ধিলাভ
তুমি যে ঘুমের ঘোরে করতে পারো ভুল।


এ গ্রহের মৃত্যুর উন্মাতাল বাতাস সাক্ষী
পোড়া গন্ধে নিরুদ্ধ নিশ্বাসের চিৎকার
প্রেয়সী,বদ্ধ করো তব উন্মুক্ত বাতায়ন।