ভবের হাটে শিক্ষা বিকিয়ে খরিদ করেছ উপাধি
উকিল বাবু ঘোমটা পড়ে মিথ্যে বলে নিরবধি
মড়া’র বুকে ছুরি চালায় বিলেত ফেরত ডাক্তার
সকল অপরাধ মাথা পেতে নিল নিধিরাম সর্দার।


কেউ ভূগোল বুঝিয়ে অধ্যাপক হলে
কেউ তালগোল পাকিয়ে মন্ত্রী'র ছেলে
জুতোপেটা খেয়ে ভেগে যাওয়া চোর হয়েছে-
শ্মশান ঘাটের ত্রাস!
কেউ তারে বলে মাস্তান, কেউ তারে বলে সন্ত্রাস।


'সুরেলা কোকিল' উপাধি পেয়েছে কাক
রহস্য শুধুই সফটওয়্যার
প্রমোদিনীর নায়িকা হতে লজ্জা কিসের?
পর্দার আড়ালেই থাকুক নৈশবিহার।
পুরস্কার পেয়েই চলেছে নির্মাতা
মনের দুঃখে ত্যাগ করেছে যারে-
মাতা,পিতা,ভ্রাতা।


বহুতল ভবনের ছক এঁকে পেলে প্রকৌশলীর সম্মান
এমনি করেই ভুলে গেছ শৈশবের খেলাঘর নির্মাণ।
চাষার ছেলে কাস্তে চেনে না,মাথাল পড়ে না
মার্বেল খেলে না,গাছেও চড়ে না
এসব কিছু বড্ড বেমানান।
এখন বুঝি ক্যাসিনোর নেশা,বন্ধুরা বলে বড় হাত
কোটিপতির উদর ভুলে গেছে মায়ের হাতের জাউভাত।


মাথা উঁচু করে দাঁড়িয়ে আছ সেরা খেলোয়ার
ইংরেজিতে তোমাদের বলে ফেমসিকার
মিলে তোমরা অবুঝ প্রাণ করছ মুকুটের অনুসন্ধান।
উপাধি'র এই ম্যারাথন দেখে মুচকি হাসে রসিক বিধি
বুঝতে শেখো এ ভুবনে 'ভালো মানুষ' সর্বোচ্চ উপাধি।