ডেকো না আর প্রিয়নাম ধরে
বন্য পাখি গেছে উড়ে
শূন্য খাঁচার পানে মায়াবী দৃষ্টি-
রেখো না যেন শুভদৃষ্টির মত করে
ওগো প্রিয়ে,ডেকো না আর প্রিয়নাম ধরে।


চোখেমুখে জলের ছিটে দিও না
এবার হয়েছি অজ্ঞান চিরতরে
দেহঘড়ি থমকে গেছে বিদায়ঘণ্টা বাজিয়ে
হাসিমুখে দিও বিদায় মনের মত সাজিয়ে।
আঁখির কোনে অশ্রুধারা মুছে নিও ত্বরা করে
আবার যেন সশব্দে কেঁদে উঠো না প্রিয়ে,
তোমার কান্না!
স্বর্গ পেলেও দেবে আমায় নরকের যন্ত্রনা।


এক মরণের হিসাব রেখো না
হেরে গেছ বলে কষ্ট পেয়ো না
এবার না হয় প্রথম হলাম
আরো কত জীবন আসবে
আরো কত মরণ হবে,
জমবে কত জীবন-মরণ খেলা
তখন না হয় প্রতিশোধ নিও।
এবার খেলায় আমিই জিতে গেছি
তাই বলে কি সুখে আছি?
মরে গেছি,বেঁচে নেই,মরেই গেছি।