কিসের আগুনে জ্বলছ প্রেমী?
এই ফাগুনে,
বসন্তবাতাসে উড়িয়ে শাড়ির আঁচল
উড্ডীয়মান রঙিন ঘুড়ির মত
উড়ন্ত যৌবন উড়িয়ে দিলে মুক্ত আকাশে
টানটান সুতোটা এই ছিঁড়ে গেল বলে
ছুঁয়ে দেবার সাধ জাগে মনে।


কখনো যদি মনের ভুলে
দর্প তোমার শিকেয় তুলে
এই দীনহীনের কুঁড়েঘরে
সুতো ছিঁড়ে ঘুড়ি এসে পড়ে
কোন এক অজানা ঝড়ে।
আমি-তুমি একাকার হয়ে যাই
এই বসন্তরাজের শয়নকক্ষে
অলৌকিক কোন এক মায়ামন্ত্রে।