পাপের বোঝায় বড্ড ভারি অসুর নামধারী
যা ইচ্ছে করে তাই ওদের বড় ভয় পাই
ওদের ডরে কাঁপছে জ্বরে পাড়ার যত নরনারী
নিরব দর্শক সবাই,প্রতিবাদী কেউ নাই।


কেউ যদিও আঙুল তোলে, সত্য বলে
আসে অসুরের দল,মানবের রক্ত ওদের জল।
মৃতদেহ নিয়ে উল্লাসে মাতে দেবতার সামনে ফেলে
পিপাসা মেটায়,মানবকুলে নামে কান্নার ঢল।


হেরে গেছে মানবতা সত্যযুগের কত কথা
সবই ছিল কী গল্প!হয়ত সত্য কিছু অল্প
সময়টাকে গিলে খেয়েছে দ্রাপড়,ত্রেতা
ঘোর কলি সব খেয়েছে বাকি আছে স্বল্প।


হঠাৎ দেখি ঘাটের মড়া মেজাজ দেখায় কড়া
কিশোর যুবা বাজায় ঢাক, পাগলা মারে হাঁক
অসুর ভুলে সবাই কেমন আনন্দেতে আত্মহারা
বিষয়টা কী?হচ্ছেটা কী,আমি তো নির্বাক!


জানতে পেরে আসল কথা ভুলে গেছি সকল ব্যথা
অসুরবধে ধরামাঝে এসেছে মা!দুর্গা মা।
খুশির জোয়ারে ভেসে জয়ধ্বনি ভেঙেছে নিরবতা।
সকল দুঃখ বিনাশিতে এসেছে মা!দুর্গা মা।