প্রসব বেদনায় ছটফট করছে এক বাঘিনী
এদিকে সদ্য শিকার ধরে এনে প্রেয়সীর অপেক্ষায়
এক ভবিষ্যত পিতা;অদূরে বেঁচে থাকার প্রবল ইচ্ছায়
আহত হরিণের আর্তনাদে সুর মিলিয়েছে তার শাবক।
ঘুমন্ত বানরের দল জেগে উঠেছে,দিনের প্রথম মৈথুনরত
একটি বনমোরগ দম্পতি;ফনা তুলে সকাল উপভোগ করছে
নাগরাজ,খাবারের সন্ধানে যায় রূপসী নাগিন।
সবুজ গাছের ডালে দোলা দেয় দেবতা পবন
পাখিদের গানে যখন মুখরিত ভুবন,
ঠিক তখনি আসে এক ভীষণ দাবানল!
গাছ আর জন্তু-জানোয়ারের শেষ ভরসা এই ম্যানগ্রোভে
ধ্যানরত তপস্বীরা আর জগতের সকল মহাপুরুষ।
পরিতাপের কারণ,
যুগের পরিবর্তন,ভাগ্যের লিখন
দস্যুরূপী দোপেয়ের হাতে চতুষ্পদের মরণ!
সবুজের মৃত্যুবরণ!
কার সাধ্য রোধে এই অনল?
নিমন্ত্রিত দাবানলে ভস্ম যবে সুন্দরবন
মুনিঋষির ক্রোধে আর নিভে যায় না হুতাশন।