ভালবাসা দেয় না ধরা নির্লোভ কোন দেহে
মনটা যে বড় লোভী সকল লোভীর চেয়ে
আধা আধা খুলে খুলে পাবে তুমি ছাই
স্বর্গসুখে যেতে হলে পুরোটা খোলা চাই।


হারিয়ে যাবে আজ, কালের স্রোতে
কী লিখেছিলাম এক বসন্তপ্রাতে
তাই নিয়ে হৈচৈ,হাঙ্গামায় মত্ত
একদল আমায় ভুলতে চাইবে না
রহস্যের গন্ধ পেয়ে কেউ কেউ
টিকটিকি সেজে ব্যবচ্ছেদ করে
ছিন্নভিন্ন করে ফেলবে
এক পাগলের লেখা গণ্ডগোল বাধানো
মূল্যহীন এই কবিতা।
আজ দেখো লিখেছি এক নিরেট কবিতা
কাল ঠিকই ওরা বলবে-
এ তো প্রেমের অগ্নিকুণ্ড!
বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে
ধূম্রজালে নষ্ট করছে তরুণসমাজ,
এ তো তরুণীরে উস্কে দেয়া ডিস্কো।


অদৃশ্য আমি এক দীর্ঘ কারাভোগের পর
প্রাণ খুলে হাসব,
খিলখিল করে হাসব।


তখনো অনেক দরজা বন্ধ
অন্ধকারে অগনিত আত্মা করে সুখে থাকার অভিনয়
তখনো দেহলোভীর রাজত্ব।
তারপর,
নীল গগনের রাস্তা ধরে হারিয়ে যাব শূন্যে
সঙ্গে যাবে এক ফালি চাঁদ পূর্ণ হবার জন্যে।