রাতভর রতিসুখ খুঁজো না রমনী
কিসে এত বিস্ফোরিত তোমার ধমনী
যৌবন মিশে যায় বার্ধক্যের প্রেমে
বিছানা অমরাবতী হৃদয়ের ফ্রেমে।


রজনীতে কামসূত্র প্রয়োগ মোক্ষমফল
কত মন্থনে হবে বাস্পীভূত তোমার জল
বিনা অমৃতে নিতে চাও পারিজাত
নিষ্কাম তবে কি কর্ম আমার সারারাত!


অগনিত সুখ আসে সুখের সাগরে ভেসে
গলেতে পড়ে নিও সুখমালা,নগ্ন উল্লাসে
ছুঁড়ে ফেলে দিও আমায় টাইম আপ হলে
অরগাজম,অরগাজম, এটাকেই অরগাজম বলে।