শিক্ষা আমায় উপাধি দিয়েছে বেকার
কদিন আগেই ছেড়ে দিয়েছি গীটার
জীবনের সুর হারিয়ে গেছে চাকরির সন্ধানে
যন্ত্রসংগীত কি দিবে এই ব্যর্থ সন্তানে।


স্কুল,কলেজ,ইউনিভার্সিটি হাতছানি দিয়ে ডাকে
ফিরিয়ে দে বিদ্যা-বুদ্ধি যা দিয়েছি তোকে
শিক্ষিত মনে আমার অবান্তর প্রশ্ন জাগে
চাকরি করে খেতেই কি তবে বিদ্যা-বুদ্ধি লাগে?


চাকরি ছাড়া বাড়ি গেলে তাড়িয়ে দেবে বাপ
এই কি তবে শ্বশুড়বাড়ি মিষ্টি নেয়ার ধাপ?
পাশের বাড়ির ফেল করা ছেলে সেও হয়েছে মাষ্টার
মায়ের চোখে অশ্রু ঝরে,পুত্র যে তার বেকার।


লম্বা চুলের প্রেমে পড়ে কলেজ-লাইফে যে উন্মাদিনী
বুকভর্তি লোমের মাঝে সুখ খোঁজে না সেই রমনী
প্রেম বিয়ের বাজারে গেলে ফিরে আসে শূন্যহাতে
ব্যবসা-বানিজ্যের তৃষ্ণা মিটবে এবার চাকরিতে।


আদর্শ খেয়ে ফেলেছে প্রকৃতির সর্বভূক একদম গিলে
বিড়ি,সিগারেট,গাঁজা,মদ এখন অনেক কিছুই চলে
ঐতিহ্য রাখবে ধরে,যাচ্ছে কতজন শিক্ষাগুরুর কাছে
সমসূত্রে বেড়ে ওঠে সব,'বেকার' নামে একটা জাত আছে।