সিটি সেন্টার; হক মার্কেট; স্ট্র্যান্ড রোড;
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস;  
হাওড়া ব্রীজ; গড়িয়াহাট; যাদবপুর;
পোড়া পেট্রল; সংক্রামক ফুসফুস; চাপা নিশ্বাস,-
অনেক পথ হেঁটেছে সাথে; কংক্রিটে একপা দুপা...
আরও হয়তো অনেক পথ হাঁটা আছে বাকি।
শিশির, তোর ঈশ্বর প্রদত্ত নরম দুখানা হাত
আমার হাতের উপর, কিছু সময়ের জন্য, রাখতে পারবি?
একটু চোখের দিকে চেয়ে, নিরবে নিভৃতে
"কি গো কেমন আছো?"
আলতো করে মুখটা তুলে মেঘের মত হাঁসি -
শিশির, জন্মকেও আমি ছাড়িয়ে যেতে পারি; পরজনমের পথে।
শুধু একবার ওই ঈশ্বর প্রদত্ত নরম দুখানা হাত
আমার হাতের উপর, কিছু সময়ের জন্য, রাখতে পারবি?
সরল দুটো চোখে তোর স্থীর চেতন দৃষ্টি -
আবেগতো কখনো ছিলনা হৃদয়; ভালবাসতে শিখেছি।
কল্পনার গড়ের মাঠে ধুলো উড়ছে;
বস্তির ছাপোষা জীবন; বাসাংসি জির্ণানি।
শিশির, ওই ঈশ্বর প্রদত্ত নরম দুখানা হাত
আমার হাতের উপর....... রাখতে পারবি?