এ বিষাক্ত নগরী
লালসায় হল পূর্ণ,
যার দংশনে মানবতা-
আজ ক্ষতবিক্ষত।
এর অন্তহীন স্পৃহার-  
দাবানলে
দগ্ধ নারীর শরীর,
কলঙ্কিত পৌরুষ;
আর আত্যক্রন্দন-
এক ধর্ষিতা রমনীর।
বিষের ক্লেশ,
মিশেছে রাতের কালোয়;
নীল রঙে সিক্ত হয়েছে,-
ভোরের সূর্য্যদয়।
মাতৃত্বের দাবী,-
আজ লাঞ্ছিত রাস্তায়;
তার মনে সঞ্চিত এক-
বিষাক্ত ভয়।।