আজও ঝড় ওঠে, জানো!
                   আজও খোয়াব জাগে,
আজও চিকচিকে বালুরাশি-
                   কাঁটা হয়ে মনে লাগে।
আজও হেঁটে যাই যখন
                   স্মৃতি ধরে ঐ পথ,
মরিচা রা খসে পড়ে ধীরে
                   ভেসে ওঠে ভাবনারা কত।
কত মায়াবী খেয়ালেরা
                   বুনেছিল যে গান,
কত স্বপ্নের ধারাবাহিকতা
                   বাস্তব করেছিল ম্লান।
কত রঙিন আকাশে সেবার
                   নেমেছিল বিপ্লব,
কত প্রেমিকের কণ্ঠে উদ্বেলিত
                   নব প্রেমের কলরব।
এখানে প্রকৃতি শুধিয়েছে শুধু
                   মিলন গাঁথার সুর,
অনুরণনে ধ্বনিত হত
                   ভালবাসা- স্মৃতিমেদুর।
কতদিন পর, আজও ভাসে চোখে
                   সোনালী দিনের ছবি,
হারিয়ে গেছো তুমি শুধু  আজ
                  একাকী হয়েছে কবি।