বিক্ষিপ্ত কিছু সময়,  টুকরো কিছু কিছু  শব্দ
ভিড় করলো। ভিড় করলো স্মৃতির কুয়াশা চিঁড়ে ,
বর্তমান কে ছিঁড়ে,  ফোকলা করে দিয়ে...
কী হতে পারতো! আর কী হলো! -এই দ্বন্দ্ব,নিরবচ্ছিন্ন
অযথাই দৃশ্য রচনা করে চলে।
সৃজন করে চলে বৃথা ভালো লাগার মুহূর্ত।
উল্টে পাল্টে নাড়িয়ে চলে অনবরত-  
এই হাসি পায়,  এই পায় ব্যথা,
এই পায় রাগ বা হঠাৎ নীরবতা।
আবার কখনো গুলিয়ে যায় সব,
মিলে মিশে যায় অতীত আর স্বপ্ন l
ঠাহর হয় না সন্ধ্যা, ভোর, না দুপুর
বা সকাল! আয়নার উল্টোপ্রান্তে সংসার পাতে মন।
নকল বাস্তবের অনুকরণে.....  
প্রতিফলন টাই খালি চকচকে, বাকি টা ধূসর....
গ্রহণের আবহাওয়ার মতো.....