শেষে একপশলা বৃষ্টি, তারপর হালকা রোদ
মান অভিমানের পালা বেয়ে আজও বুঝিনি
রোজ, হয়তো এভাবেই নতুন কাহিনীরা জন্ম নেয়;
পূর্ণতা পাবে না বলে।
স্মৃতির কুঠুরিতে থরে থরে সাজানো থাকে অপূর্ণতার লাইব্রেরি-
কখনো আলতো স্বভাবে,  হঠাৎ রঙিন মেজাজে
দু-এক পাতা ওলটাতে ইচ্ছে করে।
ঘুন ধরা পাতায়
চিনচিনে ব্যথায়
পুরোনো ধুলোর গন্ধের মতো আটকে থাকে সময়।
অনুভূতির চিৎকারে ঢাকা পড়ে
প্রতিনিয়ত।