হাজারো হিসেবের ভিড়ে যে লিখেছিল কবিতা-
মনে রেখো,
সে যায় নি কোনো তর্কে,
সে যায় নি কোনো অঙ্কে।
সে খুঁজেছিল অন্ত্যমিলের ছন্দ
হাজারো দ্বন্দ্বের মাঝে।


যে লিখেছিল তোমার আকুতি,
যে এঁকেছিল তোমার সাধ,
প্রশ্ন করেছিলে তুমি। মনে আছে?
শরশয্যায় শুইয়ে রেখে চালিয়েছিলে চাবুক!


কৈফিয়ৎ এ স্তব্ধ ছিল সে; ছিল নিশ্চুপ।
প্রমান চেয়েছিল সবাই।
তুমি, সমাজ, অধিকারবোধ...আরও কত কে!
শান্ত হয়ে ভুলতে হয়েছে তাকে।
তাদের চিরটাকালই ভুলতে হয়।
এক ঢোঁকে নামিয়ে দিতে হয় সমস্ত জ্বালাকে।
তারপর...............
তারপর, আবার নতুন পাতা ওলটাতে হয়।
নতুন কবিতা আসে।
নতুন ছন্দ আসে।