লকডাউন সমাজে শ্বাস নেওয়া আমি-
                          লক আপে থাকা নাগরিক।
আমি জোনাকিদের ফুরিয়ে যাওয়া দেখি,
আমি শুনি মেঘেদের হাহুতাশ।
আমি দেখি স্রোতের বিপরীতে কচ্ছপের জলকেলি
দেখি আমি, পড়ে থাকা আশা-আকাঙ্খার লাশ।
                          আমি পাশবিক।
লকডাউন সমাজে বাস করা আমি-
                          লক আপে থাকা নাগরিক।


অনেক উল্কাপিণ্ডকে জ্বলতে, গলতে দেখি আমি-
আমি শুনি ক্ষুধার্ত সমাজের গর্জন।
আমি দেখি রক্তধোয়া আত্মীয়তার অযথা কোলাকুলি
ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা ছুঁড়ে ফেলে- বর্জন।
                          আমি মানবিক।
লকডাউন সমাজে চুপ থাকা আমি-
                          লক আপে থাকা নাগরিক।


কঙ্কালভিড় সংকীর্তনে হাততালি শুনি আমি-
ছবি দেখি, ধোঁয়া ওঠা..................কনসেন্ট্রেশন চেম্বার।
নীরোগ-কুরোগ গুলিয়ে গেছে আজ
সেনসেক্সের মত উঠছে-পড়ছে নাম্বার।
                        আমি দরদী।
লকডাউন সমাজের একনিষ্ঠ কর্মী আমি-
                          লক আপে থাকা নাগরিক।


                        এখনও তবু স্বপ্ন ভালোবাসি,
                             ঘুমোই তাই নিয়ম করে।