রাত বোধ হয় অনেক হল-
ঝিঁঝিঁ তে কানে তালা লেগে যায়;
বিরামহীন শোকের সুর তাদের গলায়।
একলা হতে হতে, মানুষ যেন এই সময়টায় -
আরও একলা হয়ে যায়।
কালো অন্ধকার ফোকলা করে ক্রমশ......
অবশ্য এই একলা হওয়ার মধ্যেও এক আনন্দ আছে!
না হারাবার আনন্দ,
না হেরে যাওয়ার আনন্দ।
শান্ত হতে হতে প্রকৃতিও যেন শব্দ হারায়;
হঠাৎ করে।
বেহালার বিষাদঘন সুর শুধু ঝিঁঝিঁর গলায়!
মন ভারী করে তোলে। আরও............
চাওয়া-পাওয়ার  মাঝে বিস্তর ফারাকে
ঝাঁপ দেয় অস্তিত্ব।
মুহূর্তরা কেমন যেন বারমুডা ট্রায়াঙ্গেলের মত-
উবে যায়, ডুবে যায়।
পড়ে থাকে অপলক চাহনি শূন্যতার দিকে,
নির্বাক রজনীতে জলসা চলে-
নতুন রাগে ঝড় তোলে ঝিঁঝিঁরা।