যে পথ ধরে চলেছো তুমি  
তোমার সাথে যুগপৎ চলছে তোমার ছায়া
তুমি দেখছো
তুমি হাটছো  
হেঁটে যাচ্ছো তুমি আর তোমার ছায়া


তবে, সেটা কি তোমার ছায়া
সেটা কি কেবলই তোমার ছায়া!


চেয়ে দেখো
চেয়ে দেখো সেই বাউড়ী বাতাস চোখে
ছায়ার ভেতর, ছায়ার সাথে ফেলছি আমি পা
ফেলছি নিঃশ্বাস সঙ্গোপনে
ব্যাকরণের গলিপথ মাড়িয়ে  
সরিয়ে হিসেব নিকেষ-ছক  
প্রাচীর সীমানা পেরিয়ে
সব আলোক সব চাহনির অন্তরালে  
বাড়িয়ে রেখেছি হাত সম্মোহিত সন্তর্পণে
রেখেছি নিরন্তর তৃষ্ণার চোখ-তোমার চোখে


চেয়ে দেখো, চেয়ে দেখো সেই চোখে –
হাঁটছি  
হাঁটছি তোমার পাশে
_________________________________
কামাল
দি হেগ