দুপুর গড়িয়ে গেছে
গাছের পাতায় মন্থর হেলানো রোদ
ঘরময় সেঁটে আছে গুমোট সময়


টেবিলে আধখাওয়া সকালের রুটি -  
পড়ে আছে নিথর
পেয়ালাতে কফির দাগ-অনেক গভীর
এসট্রেতে গোটাকয় সিগারেট অবশেষ;
ঘরজুড়ে উড়ছে কিছু
উড়ছে হাওয়ায়  
উড়ছে শুধুই যেন হাওয়ার ক্রন্দন!  

জানালায় গেঁথে আছে স্থির চোখ, কার!
চোখের ভিতরে চোখ
চোখের ভিতরে হলুদ যন্ত্রণার ক্ষোভ
চেয়ে থাকে মূখোমুখি, নির্বাক অপলক  


বাগানে পড়শীর বিড়ালটা আনমনে-  
হেঁটে বেড়ায়, হেঁটে বেড়ায়-একা


__
কামাল হোসেন
দি হেগ, ২ ফেব্রুয়ারী ২০১৬