আবার দেখা হবে
কোন এক কুয়াশাচ্ছন্ন ভোরে
কুয়াশাগুলো যখন
ঘাসের উপর ভেসে বেড়াবে।
আবার দেখা হবে
কোন এক ব্যস্ত দিনে, ঝঞ্ঝা রোদ্দুরে
সারা পৃথিবী যখন
ক্লান্ত ও তৃষ্ণার্ত।
আবার দেখা হবে
গায়ের কোন এক মেঠো পথে
আমি পাশে দাঁড়িয়ে দেখবো
তোমার আগমন।
আমার দেখা হবে
রমনার বটমূলে
নয়তো হাতিরঝিলে
যেখানে হেঁটেছিলাম দু'জনে হাত ধরে।
আবার দেখা হবে
নতুন কোন অধ্যায়ে
যেখানে থাকবে না কোন পিছুটান
থাকবে না কোন মায়াজাল।
আবার দেখা হবে
শিশির ভেজা পদ্ম দীঘির পাড়ে
যেখানে রয়েছে নানান রঙের পদ্মফুল
ভিন্ন রংয়ের রঙিন সাজে।
আবার দেখা হবে
কোন এক বৃষ্টিস্নাত রাতে
যখন চাঁদের সৌন্দর্য
মেঘে আড়াল হবে।
আবার দেখা হবে
কফি হাউজের কোন আড্ডায়
নব প্রেমে চোখে চোখ রাখা
নতুন কোন আবেশে।
আবার দেখা হবে
শেষ বিকেলে মেঘে ঢাকা নিলে
পাখিরা যখন শান্ত কলরবে
তাদের নীড়ে ফিরে।
সেদিন চিনবে কি আমায়
নাকি অভিনয়ে থাকবে দূরে সরে।