যেদিন আকাশ ধ্বংস হবে, সূর্য যাবে নিভে,  
পাহাড় গলে যাবে পানি হয়ে, দুনিয়া উঠবে কেঁপে।  
মৃতরা উঠবে কবর ফুঁড়ে, থরথর কাঁপা হাতে,  
হিসাবের জন্য দাঁড়াবে সবাই, কর্মের পুঁথি সাথে।

সেদিন বলো, পালাবে কোথায়? আড়াল হবে কীসে?  
রবের দৃষ্টি ছায়ার মতো, ঢেকে কি রাখবে ভীষণ ক্লিশে?  
যে হাত করতো জুলুম চুপে, আজ সে কাঁপবে থরথর,  
যে জিহ্বা বলত মিথ্যা কথা, চিৎকার করে বলবে—"আর না !"

বন্ধু বলে যাকে ভাবছো, সেদিন দিবে সাক্ষী,  
মায়ের কোলে ঘুমানো ছেলে, আজ রেহাই পাবে না কেউ।  
নামাজ যারা ত্যাগ করেছে, দুনিয়াতে হাসি মেরে,  
আজ তারা কাঁদবে বুকে পাথর, আর ফিরবে না কারো তীরে।

আজও সময় আছে ভাই, ফিরে এসো প্রভুর পথে,  
দুনিয়ার মায়া ত্যাগ করো, চল হিসাবের তরে।  
সেদিন পালাবে কোথায়? কোথায় যে লুকাবে প্রাণ?  
একমাত্র আশ্রয় তারই কাছে—রহিম, করুণাময় দয়াময় রহমান।