পৃথিবী থেকে মানুষগুলো ক্রমশঃ বিদায় নিচ্ছে ।
ঠিক সেই অতিকায় ডাইনোসরের মতো
হঠাৎ করেই যেন সাম্রাজ্যের পতন
মনুষ্য সভ্যতা ।


সরীসৃপ গুলো মানুষের মতো নয়।
ওরা আলাদা রকমের
পা নয় ,
ওদের বুকে ভর করেই চলতে হয়।


মানুষের পা আছে
পায়ে পায়ে এগিয়ে চলাই মানুষের ধর্ম ,
তারপরও কী আশ্চর্য -
মানুষগুলো ক্রমশঃ বুকে ভর দিয়ে
চলা শুরু করেছে ।


আমার চারপাশে এখন আর মানুষ দেখি না
হরেক রকমের সরীসৃপ দেখি শুধু,
বিষধর, তীক্ষ্ণ ফলা ধারী ।
তাহলে কি মানুষগুলো সরীসৃপ হয়ে যাচ্ছে?


হয়তো বা
বিষের ভাঁড়ারে পূর্ণ হয়েছে ধরণী ।