আজো পদ্মায় ঢেউ চলেছে বয়ে তেমনি,
তীরঘেঁষে কাশফুলের ঝোপ
মন ভোলায় এখনো
মনু মাঝির উদাসী সুরে থমকে যায় পথিক,
সেই আগেরই মত।


আকাশ মেঘে ঢেকে গেলে বৃষ্টির ধারায়
ধুয়ে যায় ঘর আমার
হৃদয় তোমার,
আর বজ্রপাতের দারুণ শব্দে
এখনো ভয় পান মা
তেমনি আগের মতোন!


এখনো রাত্রি নামে এলেই চাঁদের আলোয়
ভেসে যায় উঠোন আমার;
তবু জোছনা গায়ে মেখে
বসে থাকা হয়না বহুদিন।


আর প্রত্যেক অমাবস্যায় আঁধার হয়
ভুবন তেমনি,
সাথে আন্ধকারে
ডোবায় ভুবন আমার!


নক্ষত্রের আলো রয়ে গেছে অতীতের ঘরে
আগের মতোই রয়েছে সবই
শুধু তুমিই নেই!